শুভ আঢ্য




জেনুইন জকি


রেসের ধারণা থেকে ছবিটি ঘোড়া হয়ে ওঠে
আর পাশ পাশ বার্লিক্ষেতের জায়গায়
সেই অশ্বশক্তি কায়েম রাখছে ভালবাসা দু’জনের

তারা পোশাক সাজিয়ে রাখে আলমারিতে ছায়ার মতই
ছায়াও সাজিয়ে রাখে আলমারিতে তাদের
ক’টা হিংস্রতার জায়গাজমিতে কাটে দিন
আর তারা হয়ে ফুটে ওঠে ছেঁড়া ত্রিপলে দু’জন

ওই বার্লিক্ষেত থেকে একদিনঘোড়াটা
তার পূর্ণশক্তি নিয়ে, অন্ধতা নিয়ে যাবে
মেয়েটির কাছে, হয়তো এমনও
সেদিন ছায়া থেকে বোতাম আঁটবে তারা পরিপাটি

আর বার্লিক্ষেতে পড়ে থাকবে না হওয়া রেসের টিকিট
পড়ে থাকবে ঘোড়া ও ঘুড়ীটির যৌথ ছবি সেখানে
আর ফুরোনো অশ্বশক্তিটুকুও




2 comments:

  1. "একদিনঘোড়াটা"... এটা নিয়ে বিস্তারিত কিছু বলার ইচ্ছে রইলো, শুভ।
    ভালো লেগেছে কবিতাটি

    ReplyDelete
    Replies
    1. মানে ওটা আমি আলাদাই রাখতে চেয়েছিলাম। স্পেস দিতে ভুলে গেছি। কিন্তু তার যে একটা মিনিং হয়ে যাবে ঠিক ভাবিনি। চোখ এটাই... বলিস, ডিটেলসে...

      Delete