রাণা বসু








ব্রা

তোমার ৪৫ নং চোখ
না। এবারও
আমি ভুল করে মাথা বল্লাম
হ্যাঁ। বলতে বলতে
যাচ্ছি
শোনা যাচ্ছে
না।
হ্যাঁ।
একবার দক্ষিনদিকে তাকাও
আমি দুপা হেঁটে বেড়ালাম
আমার কাঁপা রঙের হাত
তোমার পিঠরঙের
ব্রা-এর উপরে উঠে
উত্তরদিকে ঝুঁকে পড়ছে

কিছুতেই ক্লোরোফিল পাচ্ছে না।
ব্যাগভর্তি চোখ
পা ফেলে ফেলে ভুল বলছে

শ্মশান

অথচ এভাবেই সাঁকো পেরোলাম
বোরোলীন গন্ধ পেরোলাম
ঈশশশ বলে জিভ দিলাম
রাতে হাত বাড়িয়ে ধুয়ে নিলাম

জমে গেল গাছ
      
   গঙ্গাফড়িং
শ্মশানের পাশেই পরীদের ঘরবাড়ি

3 comments:

  1. শ্মশানের পাশেই পরীদের ঘরবাড়ি। দুর্দান্ত লাগল শ্মশান।

    ReplyDelete
  2. কিছুতেই ক্লোরোফিল পাচ্ছেনা ব্যাগভর্তি চোখ। অসাধারণ।

    ReplyDelete