বিশ্বরূপ দে সরকার



পিয়ানো
আপেলের কোনো ডানা আবিষ্কার হয়নি, জলের কোনো বিয়ারিং
গড়িয়ে যাওয়া কিংবা চিৎ হওয়া লিরিক নাভির গন্ধ
ফুলে ওঠা মুনমুন আর ভাঙা মোম...।।
সব পিরামিডের যেমন মল্লিকা থাকে না সব গন্ধের তেমন ঘুঙুর
শুধু নদীর ভলিউম না পেরলে নতুন চাঁদের মাঠ হয় না
তেইশ বছর সতের দিন বাইশ সেকেন্ডের পাশে     
যে রুগ্ন নিবৃত্তি মার্গের পথ সে ভাবে বলার মতো নয়...।

10 comments:

  1. এখানে সবথেকে ম্যাজিক মুমেন্টটি হলো (পাঠক যখন ফড়িঙের লেজ ধরার বয়স বোঝে)আপেলের ডানা আবিষ্কার নিয়ে যখন কবি অবাক হয়ে যান, প্রশ্ন করে যান বিরূপতার প্রয়োগে কেন অস্থির এই জগত? এতো সোশিওে আয়োজনের ভিতরে কেন "বাইরের" সম্যক রূপের একই অবস্থান একই অবস্থান দাবী করে থাকে, আমাদের বোধ। পিয়ানোর রিডটাকে শেখানো হচ্ছে কি মানুষের আঙুলে সুর আছে, নাকি, তার বস্তুধর্মের বিনিময় করে জগতের শব্দকম্পনের বিন্যাস পাল্টে প্রস্তুত হচ্ছে মদিরার সুরমূর্তের আনন্দ।

    আহ্, এই বিস্তৃতমান চিন্তার জন্য, কবি দায়ী। কেন, "নদীর ভলিউম "বাড়িয়ে চাঁদের মাঠকর্মী হচ্ছেন তিনি! আমি তো বেতালের আঙুলঠোকা পিয়ানোদার, ...আমি যাবোলতাবোল ভাববোই ...

    ReplyDelete
  2. আহ্‍। অসাধারণ, অসাধারণ ! শব্দের মাদকতায় ডুব দিলাম। কবিতার উচ্চারণেও। কবিকে কুর্নিশ।

    ReplyDelete
  3. আহা, দারুণ লেখা

    ReplyDelete
  4. মুগ্ধতা জাগানিয়া কবিতা।

    ReplyDelete
  5. পিরামিডের সাথে গন্ধের রিলেট করাটা আর তাঁর উপাদান টা ভাল লাগল। বিশ্বরূপ দার নিজস্ব ভাষা ভাল লাগল।

    ReplyDelete
  6. ' আপেলের কোন ডানা আবিষ্কার হয়নি'... চমৎকার !

    ReplyDelete
  7. পিয়ানো তো বাজছে বিশ্বরূপ।ফুলে ওঠা মুনমুন আর ভাঙা মোমে। আপেলের ডানা, জলের বিয়ারিং, আর লিরিক নাভির উপমা ছাপিয়ে।মুনমুন-এর মধ্যেই রয়ে গেল নতুন চাঁদ ও তার মাঠ।নদী তো পেরোতেই হবে তার জন্য।

    ReplyDelete
  8. পিয়ানো তো বাজছে বিশ্বরূপ।ফুলে ওঠা মুনমুন আর ভাঙা মোমে। আপেলের ডানা, জলের বিয়ারিং, আর লিরিক নাভির উপমা ছাপিয়ে।মুনমুন-এর মধ্যেই রয়ে গেল নতুন চাঁদ ও তার মাঠ।নদী তো পেরোতেই হবে তার জন্য।

    ReplyDelete
  9. পিয়ানো তো বাজছে বিশ্বরূপ।ফুলে ওঠা মুনমুন আর ভাঙা মোমে। আপেলের ডানা, জলের বিয়ারিং, আর লিরিক নাভির উপমা ছাপিয়ে।মুনমুন-এর মধ্যেই রয়ে গেল নতুন চাঁদ ও তার মাঠ।নদী তো পেরোতেই হবে তার জন্য।

    ReplyDelete