অভিষেক ঘোষ



মেয়েদের বারান্দার নীচে কত মেয়ে দাঁড়িয়ে থাকে

তোমার কখনও এমন কিছু একটা হয়ে যাবে না...
আমি আদেশের হাত ধরে ধরে গড়িয়ে পড়ব না

তুমি পৃথিবী দিয়ে দূরবীন ভাবতে কত শিখেছিলে
আমি ছোট চোখে, কিছুতেই তোমায় ধরব না...
যদি বড় করি পাহাড়...যদি বড় করি কান্নাও...
পলকের আগেও পৃথিবী দুর্ঘটনা থেকে বাঁচে,

আমায় মেরে ফেলতে চায় যত গুলো ঘাস...
ঠিক ততগুলো মূল...
তোমার মধ্যে আছে
তুমি ভালবাসা শিখেছিলে, তাই গ্রামার লাগেনি জলে
তুমি দুঃখ শিখেছিলে, যাতে হেরে যেতে পারে লড়াই
শুধু জন্মের আগে অপরিচিত তোমায় দেখেছিলাম...
জামা ছাড়া... চোখ ছাড়া... শুধু চুল নিয়ে এলোকেশী......।
কত বারান্দা তুমি গ্রহণ করেছ বিকেলে...
কত বারান্দার নীচে, হেঁটে যাওয়া মেয়েরা...
তোমায় দেখতে চায় না
বেশি।




4 comments:

  1. কবিতার লাইনটাই বারান্দা পেরোতে দিচ্ছে না

    ReplyDelete
  2. যদি বড় করি পাহাড়, যদি বড় করি কান্নাও, গ্রামার লাগেনি জলে, কত বারান্দা তুমি গ্রহণ করেছ বিকেলে … এইসব ছোটো ছোটো অনুকল্প কবিতার শরীর জুড়ে অদ্ভুত ভাবনাবিস্তার রচনা করে। ভালো লাগা ছড়িয়ে দেয়।

    ReplyDelete
  3. শেষের প্যারা সবচেয়ে সুন্দর লেগেছে আমার।

    ReplyDelete
  4. আমায় মেরে ফেলতে চায় যতগুলো ঘাস, ঠিক ততগুলো মূল তোমার মধ্যে আছে। বেশ ভালো লেগেছে অভিষেক দা।

    ReplyDelete