প্রমিত পণ্ডিত



নিংড়ে যাচ্ছে সাদা

উড়ছেকার যেন একটা পালক
ঝলমল করছেদাগ না হয়েও
ক্যামন নিংড়ে যাচ্ছে সাদা

কান্নার রোদ নয়রাষ্ট্রসেখানে
ধৃত হতে চাইছে

একনায়ক!!!

সর্বকল্যাণ নয় সমস্ত ক্যামেরায়
ওয়ার্ডগ্যাজমে্... দ্যাখো শুরু হচ্ছে জিভ



ক্রম সম্ভাবনা

আর তেমন নয়। অসুখের এই স্তর
ঘুমিয়ে থাকছে... ধরাছোঁয়ার অনেক দূঊঊঊর দিন

সে এক অপরাধজল। অসম্মত। শোকের
নরম পেরিয়ে ক্রমসম্ভাবনা হতে চাইছে

গড়িয়ে যাওয়ার ভেতর কোনো চুমু  থাকছে না

ধারাবাহিক। বর্ণের সেই
স্বর একইরকমভাবেইনীল। মায়াময়...




8 comments:

  1. "নিংড়ে যাচ্ছে সাদা "... শুধু ভাষ্যে নয়, চেতনায় প্রবল সংক্রামিত। এখন এই "অসুখের স্তর" ভালো হয়ে হাঁটতে দাও, একটু

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ শান্তনুদা...মতামতের অপেক্ষায় থাকবো ভবিষ্যতেও...

      Delete
  2. একনায়ক। সে এক অপরাধ জল। অসম্মত। মায়াময়। ভীষণ ভালো লাগল।

    ReplyDelete
  3. একনায়ক ধৃতরাষ্ট্র। :-) ক্রম সম্ভাবনা গভীর, মায়াময়। প্রথমটাও বেশ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ রেনেসাঁ...

      Delete
  4. 'বলা'-টা বেশ। ভালো ২টি কবিতা।

    ReplyDelete