রঙ্গন রায়



বিজ্ঞাপন লিখতে গিয়ে
                                       
 
পেঁচিয়ে পেঁচিয়ে জনতা স্টোভের স্টিম
আমার চোখ জ্বালা করে দিচ্ছে
সমস্ত বইপত্রে লেপ্টে যাচ্ছে তেল চিটচিট
এক্ষুনি ওগুলো মুছে ফেলা দরকার,
আলসেমির গোছে বোতলে ছিপি ভুল লাগিয়েছো তুমি
বদল করে ফেলেছো লাল - নীল
এভাবেই হাতে পায়ে জোনাকি ভর্তি অনন্ত
এসে দাঁড়াতে পারে সামনে
গলি, তস্য গলির অন্দর থেকে
কিছু বুলেটের দাগ মনে করিয়ে যাবে
এ শুধু মুখোশ খুলে ফেলার দিন . . .

জনতা স্টোভের কেরোসিন ধোঁয়া
আমাদের চোখে জল এনে দিতে পারে
জনতার মুখে ভাত -
                                           

4 comments:

  1. রঙ্গন আরও ভাল লেখে। এটা তেমন দাগ কাটেনি আমার।

    ReplyDelete
  2. ভাবনাটি প্রাসঙ্গিক।বেশ লাগল।

    ReplyDelete
  3. Aro Valo valo lekha porechi tr. . Eta sudhu valo

    ReplyDelete
  4. জনাতা স্টোভ এর সাথে জনতার মিলটা খুঁজে পেলে... আর খিদে, খিদে থাকে না

    ReplyDelete