মনোজ দে




সিঁথি

তোমাতে যাওয়ার জন্য আঙুল পর্যাপ্ত নয়

উপপাদ্যের দোহাই দিয়ে
যাবতীয় রাস্তা যেন ভুলে যাওয়া মিথ

ট্রাফিক ট্রাফিক জলবায়ু
বৃষ্টি নেই। মেঘ নেই

কয়েকটা নাজুক সিঁড়ি
তোমায় প্রেমিকা ভেবে চিঠি হয়ে যায়



স্টিগমা 

যাবতীয় সর্বনাম ধরে ঝুলে পড়ছ
স্নায়ু তো এখনো আক্ষরিক। ব্যাকরণজাত

তোমার কাঁধের উঁকি, ওই স্ট্রিপ
ভিসুভিয়াসের কথা বলে

আগ্নেয়প্রধান এ শহর। লালা ঝরে

খিদের আঁচলে তুমি, তুমি
  মোনালিসা




5 comments:

  1. স্টিগমা, ...পাজরের কালি নিল

    ReplyDelete
  2. কবিতার নামকরণও বেশ অন্যরকম। শুভকামনা রইল।

    ReplyDelete