মাসুদার রহমান



দৃশ্যকবিতা

রেলরাস্তার পাশে পড়ে যাওয়া গাড়ি
ক্রেন
টেনে তুলছে ধীরে ধীরে

নদীটি কি খরস্রোতা কাঠের গুড়িগুলো টেনে নিয়ে পাড়ে যাচ্ছে
হাতি

দেখি আর ভাবি; দৃশ্যমাত্র পর্ণগ্রাফি

পরের দৃশ্যটি কী রগরগে

অস্ত্র গোলাবারুদবোঝাই গভীর সমুদ্রে বিকল হয়ে যাওয়া
একটি জাহাজ
সে যে কোন পুকুরের কোলাব্যাঙ
টেনে নিয়ে যাচ্ছে নিরাপদ বন্দরে

(২৪/১০/২০১৬)



বটপাতারছবি

ছবি আঁকতে না পারার দুঃখগুলো কবিতায় জমে ওঠে
উড়ে চলা শুকনো বটপাতা
হাতে ধরে তাতে কিছু আঁকতে চেয়েছি

বয়ে যাওয়া ছোট্ নদী; স্নান সেরে কয়েকজন নগ্ন রমণী
গাছের আড়াল হতে হাত বাড়িয়ে বলছে
-আমাদের পাতার পোশাকগুলো দাও

পাতার পোশাক পরা মেয়েগুলো সেই থেকে
আমার সাথে জঙ্গলে জঙ্গলে হেসে হেসে ঘুরছিল
কে জানতো এই সব পাহাড়ি জঙ্গলে জুমচাষিদের এখনই আগুন দেবার সময় হয়েছে
পুড়ে গেছে মেয়েদের পাতার পোশাক

মেয়েগুলো লজ্জায় গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে আবারও

(২৪/১০/২০১৬)

14 comments:

  1. অসাধারণ ! কবিতাদুটি কেমন যেন মুগ্ধতা ছড়িয়ে দিল আমার পাঠজিজ্ঞাসায়।

    ReplyDelete
  2. পাতার পোশাক পুড়ে গিয়ে এই কবিতা হয়েছে। বুঝলুম।:-p


    অসামান্য।

    ReplyDelete
    Replies
    1. আনন্দ পেলাম । অনেক ধন্যবাদ।

      Delete
  3. বটপাতার ছবি .... দারুণ, সত্যিই খুব ভালো লেগেছে

    ReplyDelete
    Replies
    1. শান্তানু ভাই, অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  4. বটপাতার ছবি মন ছুঁয়ে গেলো।

    ReplyDelete
  5. ছবি থেকে কবিতা বের করে আনার এই অনায়াস পদ্ধতিটি ভাল লাগলো মাসুদার।গতিময় এবং স্থির বস্তু পাশাপাশি রেখে দৃশ্যটির মধ্যে দ্বিতীয় গতি সঞ্চার করেছ কলম দিয়ে।অনুষঙ্গ হিসেবে কখনো ক্রেন কখনো হাতি। রগরগে শব্দের উত্তেজনা শান্ত হয়ে যায় নিরাপদ শব্দের ব্যবহারে, অস্ত্র গোলাবারুদ সমুদ্র সব উত্তেজক আইকন শান্ত হয়ে যায়। বন্দর শব্দটি এসে পড়ে। পর্ণগ্রাফি!! পাতাগ্রাফি বলতে পারি কি মাসুদার! এও তো ওই বটের পাতাতেই আঁকা কবিতা। ভাল থেকো।

    ReplyDelete
    Replies
    1. রঞ্জন'দা, আপনার এই বলাটুকু কবিতারও অধিক, আমাকে স্পর্শ করলো। ধন্যবাদ দাদা...

      Delete