জহির হাসান



হাঁসের কবিতা

হাঁসের একান্ত যুক্তিগুলা আজ বিকালেরও
তমাল গাছের তলে আসি পথ পাল্টায় ঘাসের দিকে
কিংবা এই যে মেঘের পথ খোঁজা, মরা অরণ্যের দিকি চলি যাওয়া
কিন্তু সেথা অন্ধকার নষ্ট হওয়া সাইকেলের চেইন শয়তানের মত চাইয়ে আছে
প্রসঙ্গ পাল্টায় খালি খালি, আহত আমার হাতে যারা,
তাদের হাঁসের সাথে দেখা,
তাদের ছায়ার দোল দেখি
মনের লঘুতা দেখি
রেশম পোকার মতো
স্তূপের নিচেতে
অগ্রন্থিত রই রই গেছে
ভাসা ভাসা ভাষা
যেন হেন তারাই হবেন
তর্জমার অভাবেই
কলের কবিতা!


1 comment: