অনিন্দিতা ভৌমিক




ক্লোজ টু ইনফিনিটি
 
()

সোজা হাইওয়ে বরাবর
যতটা পায়ে পায়ে এগিয়ে আসা
গুরুং চাবাগান
মরশুম লিখে রাখছে বুকপকেটে

পূর্ণ একটা দৃশ্যের অভাবে কিছু জিরিয়ে ওঠা

এলোমেলো জল ভাঙছে যে চুপ
তার ঠিকানার দিকে
এই ভ্রমণ এই ইন্দ্রিয়গ্রাহ্য বহুকাল
আমার ভালোলাগে দুদন্ড

অস্তিত্ব যেখানে শেষ হয়
তার কথা বলা মোটিফে
নেহাত ফেরার পথ
ঘন বসে থাকা

উপস্থিতির দিনেও
ভুলে যাওয়ার মতো সোলো গান
দৃশ্যময় হচ্ছে
বাছাই হয়ে যাচ্ছে তার মাধ্যম
এবং ক্লান্তি

ভিজে যাওয়ার স্পেসে এতো মেহফিল 


()

ছায়া ছায়া ভাবলেই
অনিবার্য ফিরে আসা

কিছু আউটলাইন

অথচ প্রত্যেক গল্পের ভেতর
সরন শূন্যতার দিকে হাঁটছ তুমি
যা প্রকৃতপক্ষে নীল পোষাকের ঝুল
একটা নগ্নতাজনিত ধারণা

এই আবহাওয়ার ভেতর কোনো হলুদ বিন্দু নেই
জলের শব্দগত দূরত্ব
কয়েক মিনিটের ব্যবধানেই
কার্নিস বেয়ে বিশাখা হয়ে যাচ্ছে

প্রবণতা নাড়াচাড়া করি

স্পর্শ সরল

ভিজে যাওয়ার মুহূর্তেই
আলগা স্টেশন
মাঝেমাঝে চলাফেরা
ভৌগোলিকভাবে তরাই হয়ে থাকছে



()


এইটুকু বিকেল নেমে যাচ্ছে
লেখার জন্য
কিছু পুরনো ব্যালকনি

কেউ কি অনেকদূর হয়েছিল
শূন্য তাপমানে?
জানালার ফ্রেম থেকে শুকনো পাতা
ঈষৎ পাড় ঘেঁষা
যতটা ভেবেছিলাম
তার প্রবণতা আঁকার চেষ্টা করছি

...and a caged bird
অথচ নিঝুম
অথচ কোনও ভিসুয়াল নেই


1 comment:

  1. অনবদ্য কবিতাভাষ্য অনিন্দিতা। বেশ ভালো লাগল।

    ReplyDelete