পলিয়ার ওয়াহিদ




সাগুদানা

প্রত্যেক পাগলের চোখ—ল্যাপ্টানো থাকে
গুচ্ছ গুচ্ছ কষ্টের সাগুদানা
চাউল ভাঙ্গা খুদ-জন্মে আমাদের স্থান হয়
ছাই ফেলা কুলোর পিঠে

এখন বাছাইকৃত সময়!



কবি


কবি প্রেমিক হলে—কবিতা ঈশ্বরের মতোন ডানা মেলে দেয়
আর
কবি কামুক হলে—কবিতা পাপের মতোন ঝরে যায়।

কবিতা,
ঈশ্বর ও শয়তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী



মরম


যখন প্রার্থনায় দাঁড়াই—
                   প্রভু নারী হয়ে ওঠেন;
                   প্রভু বৃক্ষ হয়ে ওঠেন।

আর আমি কেবল আঁচল আর ছায়ার নিচেই নতজানু হই।

যখন আল্লাহকে সিজদা করি—
                   তিনি মাতৃত্ব দাবি করেন;
                   তিনি মহত্ত¡ দাবি করেন।

আর আমি কেবল মাতাল ও মরমি বুকেই সিজদা করি।

2 comments:

  1. সুচিন্তিত কবিতা। ভালো লাগল।

    ReplyDelete
  2. ধন্যবাদ সম্পা

    ReplyDelete