রাজা সিংহ




থুতু

রোশনাই গিলে সিঁড়ি হয়ে পড়ছো তবু আগামী কামড়ে ধরছোনা, এত কমজোর শ্যাওলাপনা!
গায়ে মাথায় প্রশ্ন পরে ঘুরছো, এমনকি পারফিউম লুকিয়ে যাচ্ছে বিচ্ছেদ গন্ধে,
মর্মান্তিক আঁকড়ে ছেঁড়াছিঁড়ি ঘোষণা করলোনা কেউ।
নক্ত ঘষে কী প্রচণ্ড উগরানি, বি। ফল শালা খেয়াল করেছো?
কোথা থেকে যাবজ্জীবন ছিনিয়ে
লরি লরি চিৎকার খালি করছে অথচ হাসি পাচ্ছে না!
দয়া চিবোচ্ছি ঘোর আসছে আর ট্রেন থামলেই কালো পিক... ওহ্ কাগুজে পিরিত এই হাসি পেলো
বলে...

থুতু ঝুলে থাকলে স্বপ্নে কেউ ঘুমাতে পারেনা ঢেকুর তুলে এবং জাগার গায়ে পিঠ রেখে,
না-বাচক ভঙ্গিতে ঘুরতেই থাকে, ঘুরতেই...

4 comments:

  1. জিও রাজা। দারুণ লাগল। নতুন ভাষাব্যবহার চমৎকৃত করল।

    ReplyDelete
  2. সত্যিই, থুতু ঝুলে থাকলে স্বপ্ন দেখা যায়না। কত নতুনভাবে ভাবা হচ্ছে, জীবনকে, কত নিষ্ঠুরভাবে, দারুণ

    ReplyDelete
  3. দুর্দান্ত রাজা।এগিয়ে চলো...

    ReplyDelete
  4. ভাই তুমি থাকছ ভাই তুমি থাকছ ,
    থুথুগেলা মুখে বেরঙ মেখে রাখছো ।

    ReplyDelete