মলয় রায়চৌধুরী




সোনালী চক্রবর্তীর জন্য প্রেমের কবিতা

ব্যথা জখমকে ভালোবাসে --- মাংসকে ভালোবাসে ব্যথা
সাধু হয়ে গেছি তো, নিভিয়ার মাস্ক পাউডার ছাই
বাড়িতে ল্যংটো ঘুরে বেড়াই --- পোড়ানো পাণ্ডুলিপির গন্ধ মেখে
ভালোবাসাকে ভালোবাসি -- অপ্রত্যাশিত সাক্ষাৎ --
সুরের নোনতা খসড়া বাঁধি --- স্মৃতি দাও --- স্মৃতি দাও--
উজবুক তাকাই ঈশ্বরীর ডিজিটাল অনুপস্হিতির ফ্রেমে
নিকেলিত পূর্ণিমা, বেচারি ঈশ্বরী কেন এতো সুন্দরী !
অবচেতনার খলিফার ফতোয়া --- আস্তিক হয়ে যা শিগ্গিরি--
হায় -- ঈশ্বরী তো নিজেই নাস্তিক --
বোকা না কি --- সোনার হরিণ কেই বা চায় !
লাভার ফুটন্ত বিছানায় -- খদিরচুল রূপসী -- নিঃসঙ্গতা আর বঞ্চনা --
আব্রাহামের তিন ছেলের খুনোখুনির রক্ত আমার গায়ে কেন
আমি তো ল্যাংটো খলিফা নিভিয়ার মাস্ক পাউডার ছাই
পঞ্চবটির হাইপাররিয়াল জঙ্গলে তোকে ঘিরে
ভবঘুরে -- কুঁজোশঠ -- নুলো -- টোটোবেকার --খোচর --
নাঙবুড়ো -- লোফার -- নেশুড়ে -- মিথ্যুক -- জুয়াড়ি -- বেয়াদপ --
রাজনর্তক -- জ্যোতিষী তোর বাঁহাত কখন থেকে ধরে রেখেছে --
তুই তো এই শহর -- রাজপথ -- রাস্তা -- লেন -- বাইলেন--
শেষই হতে চাস না শেষই হতে চাস না শেষই হতে চাস না
ব্যথায় ঢালাই নিজেরই গড়া আদল -- সেই যুবক তো ? চিনি আমি !
সে তোর মাংসে ব্যথার মতন আঁকড়ে থাকেনি -- যেমন আমি --
যখন সময় আসবে -- গায়ের সমস্ত পালক -- মখমল -- স্টিলেটো --
ভুরু-কোঁচাকানো জাদু -- তোর হাতে বটল ওপনার কেন --
আমি তো সাধু হয়ে গেছি নিভিয়ার মাস্ক পাউডার ছাই --
বাড়িতে ল্যাংটো ঘুরে বেড়াই -- প্রতিবেশিনীদের প্রিয় উন্মাদ --
সত্যের দপদপানিতে ঘায়েল -- চোখ বুজি -- একদিন তো সব যাবেই --
এখন নয় কেন ? খদিরচুল রূপসী ? তুই চাস নাকি সোনার হরিণ ?
বিশ্বাস করিসনি -- ভয় পাসনি -- যা হয়নি তা তোর নাগালে -- চেষ্টা ছাড়িসনি --
ব্যথা মাংসকে ভালোবাসে -- আঘাতকে ভালোবাসে ব্যথা --

6 comments:

  1. ভালোবাসার কবিতা ভালোলাগল কবি

    ReplyDelete
  2. খুব জোরে জোরে এই কবিতাটি পড়ার ইচ্ছা হচ্ছিল

    ReplyDelete
  3. মলয়দার ডিকশন টা আমাকে ভাবাল। হাংরির মানুষ হলেও এত টেকনোলজির স্বাচ্ছন্দ্য অভিলেপন, ভাবাল। সত্যিই ভাবাল, যেখানে আজও তরুণ কবি ভোরের পাখিতেই আটকে আছে।

    ReplyDelete
  4. তুই তো এই শহর -- রাজপথ -- রাস্তা -- লেন -- বাইলেন--
    কোনও জাদুকরী লেখনী থেকে সৃষ্ট মনে হল। ভালো থাকবেন।

    ReplyDelete
  5. আপনার মেধার বাতানুকূল ঘুঙুর কাব্যগ্রন্হের প্রেমের কবিতাগুলি হতে এই কবিতাটির গঠন ও বক্তব্য সম্পূর্ণ পৃথক ।

    ReplyDelete
  6. অসম্ভব ভালো লাগা

    ReplyDelete